জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘকাল থেকেই এই রাজ্যের ছাত্রসমাজ কিংবা যুব সমাজ নেশার কবলে পড়ছে। এলাকার অসাধু ব্যাবসায়ী তথা নেশা কারবারিরা নিজেদের মুনাফা অর্জনের জন্য নেশা সামগ্রী বিক্রি করছে, যার ফলে যুব সমাজ ধ্বংস হচ্ছে। নেশার বিরুদ্ধে কথা বলতে গিয়ে এমনটাই বলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা সূর্যমণিনগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ গাল।
উল্লেখ্য খোদ শাসক দলের বিধায়ক বুধবার মাঠে নামলো নেশার বিরুদ্ধে। বিরোধীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারের বিরদ্ধে এবং সমাজদ্রোহী নেশা কারবারীদের নির্মূল করার লক্ষে ভারতীয় জনতা পার্টির ডাকে এবং বিধায়কের আহ্বান মলয়নগর এলাকায় একটি রেলি বের করা হয়।
রেলি থেকে নেশা কারবারিদের বিরুদ্ধে স্লোগান তোলা হয়। আলোচনা করতে বিধায়ক রামপ্রসাদ পাল বলেন যেভাবে যুব সমাজ নেশার প্রতি ধাবিত হচ্ছে, এই মুহূর্তে জনগণ যদি নেশার বিরুদ্ধে আওয়াজ না তুলে তাহলে আমাদের এই রাজ্য আগামীদিনে ধ্বংসের পথে যাবে।
তিনি বলেন আমাদের দায়িত্ব নিতে হবে এবং নেশাকারবারীদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। এদিন মিছিলটি মলয়নগর সোনালী সংঘের সামনে থেকে শুরুহয়ে বিভিন্নপথ পরিক্রমাকরে মলয়নচার রেল ব্রিজ এলাকায় গিয়ে শেষহয়।