Site icon janatar kalam

নিখোঁজ রাজধানীর ব্যবসায়ী গৌতম সাহা সন্ধান চাইছে পরিবার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিখোঁজ শহরের ব্যবসায়ী । ২ সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছে স্ত্রী । মানসিক ভারসাম্যহীন স্বামীর খোঁজে সংবাদ মাধ্যমের দারস্থ হয়েছে স্ত্রী ।ঘটনার বিবরণে জানা যায় ৬ই অক্টোবর সকাল আনুমানিক প্রায় ছয়টা নাগাদ গৌতম সাহা (রাজু) নামে এক ব্যক্তি বাড়ি পুরাতন বাটকারা অফিস সংলগ্ন কৃষ্ণনগর এলাকায় নিজ বাড়ি থেকে বের হয়ে আজও বাড়ি ফিরেননি । সকাল ছয়টা নাগাদ গৌতম সাহার স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে খুঁজে পাচ্ছিলেন না । সাড়া বাড়ি ছোটাছুটি করার পর তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। তৎক্ষণাৎ নিখোঁজ ব্যক্তির বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ফোন যায় কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি । বাধ্য হয়ে পরিবারের লোকজন থানায় জিডি এন্ট্রি করেন । চার দিন হতে চলল কোন সন্ধান পাওয়া যায়নি ।বাধ্য হয়ে অসুস্থ স্বামীর নিখোঁজ হওয়ার খবর জানিয়ে সংবাদ মাধ্যমের কাছে দ্বারস্থ হয়েছে স্ত্রী সুস্মিতা সাহা ।

 

 

 

Exit mobile version