জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিখোঁজ কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। ১২ মে আচমকা নিজ বাড়ি থেকে বের হয়ে যায় ছৈলেংটা ফিশারীপাড়ার বাসিন্দা মঙ্গলধন চাকমা। ৪ দিন ধরে তাঁর খোঁজ নেই। বাড়ির লোকজন মনে করেছেন কোথাও বন্ধুদের বাড়িতে হয়তো গেছে।
কারণ এর আগেও সে দুইদিন এভাবে বের হয়ে ফের ফিরে এসেছে। কিন্তু ৪ দিন ধরে বাড়িতে আসেনি এবার। অবশেষে বৃহস্পতিবার সকালে তাঁর ভাই স্থানীয় জুনিয়র বেসিক স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। সঙ্গে সঙ্গে সামনে স্কুলের পেছনে জঙ্গলে গিয়ে মঙ্গলধন চাকমার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
ঘটনা জানাজানি হতেই সেখানে ছুটে যান স্থানীয় লোকজন। কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। ঘটনার খবর পেয়ে সেখানে যায় পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় হাসপাতালে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে কিশোরের এই ঘটনা তা কেউ বুঝে উঠতে পারছেন না।