2024-12-04
agartala,tripura
রাজ্য

না ফেরার দেশে চলে গেলেন সদা হাস্যময় রাজ্যের প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- না ফেরার দেশে চলে গেলেন সদা হাস্যময় রাজ্যের প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী। রবিবার সকালে রাজধানীর জগন্নাথ বাড়ি রোডস্থিত নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রবীণ এই সাংবাদিক। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর।তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

বটতলা মহাশ্মশানে গিয়ে শেষ শ্রদ্ধা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সরকারি কর্মচারী ছিলেন প্রয়াত সাংবাদিক দুলাল চক্রবর্তী। চাকরির সময় থেকেই সংবাদ মাধ্যমে লেখালেখিতে যুক্ত ছিলেন। পরে চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে পূর্ণ সময়ের জন্য সাংবাদিকতার কাজে যুক্ত হয়ে পড়েন দুলাল চক্রবর্তী। বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন তিনি।

মৃত্যুর আগ পর্যন্ত সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। রবিবার সকালে নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী- বিবাহিত কন্যা সহ বহু গুণমুগ্ধদের। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। উনার মৃত্যুর খবর পেয়ে জগন্নাথ বাড়ি রোডস্থিত বাসভবনে ছুটে যান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ অন্যরা।

পরে বাড়ি থেকে প্রেস ক্লাবের সামনে শবদেহ নিয়ে আসা হয় প্রবীণ সাংবাদিকের। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাবের বর্তমান সভাপতি, সম্পাদক যথাক্রমে জয়ন্ত ভট্টাচার্য, রমাকান্ত দে, প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, প্রবীণ সাংবাদিক সমীরণ রায় সহ অন্যরা। আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে বটতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে হয় শেষকৃত্য ।

প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আগরতলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শোক জানিয়ে বলেন, সাংবাদিক দুলাল চক্রবর্তীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। সাংবাদিকদের ভালো কাজে সবসময় উৎসাহ দিয়ে থাকতেন প্রয়াত দুলাল চক্রবর্তী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service