জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাতেরবেলা নাশকতার আগুনে পুড়ল এক ব্যক্তির স্কুটি। ঘটনায় রাজধানীর বনকুমারী সাহা পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাহা পাড়া এলাকার বাসিন্দা অশোক সাহা প্রতিদিনের মতো বুধবার রাতেও নিজ বাড়িতে স্কুটি রেখে ঘুমিয়ে পড়েন। আচমকা রাতের বেলা ঘরের মধ্যে কালো ধোঁয়া দেখে ঘুম থেকে উঠেন।
দেখতে পায় স্কুটিতে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বাড়ির অন্য লোকজন ঘুম থেকে উঠেন। তারা জল দিয়ে আগুন নেভান। স্কুটির মালিকের অভিযোগ রাতের বেলা দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। তবে কেন এই ঘটনা তা তিনি বুঝে উঠতে পারছেন না। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।