জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতি বছর সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে উদযাপন করা হয়। সরকারি- বেসরকারি তরফে প্রতিবছর রাজ্যে হয় অনুষ্ঠান। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যেও কর্মসূচী নেওয়া হয়। সকালে রাজ্য মহিলা কমিশনের তরফে হয় রাজধানীতে সাড়া জাগানো পদযাত্রা।
এদিন মেলারমাঠ মহিলা কমিশনের অফিসের সামনে থেকে বের হয় পদযাত্রা। নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সহ অন্যরা। রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পদযাত্রা ফের মহিলা কমিশনের অফিসের সামনে এসে শেষ হয়।
মহিলা কমিশনের চেয়ারপার্সন এদিন বলেন, নারী জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আরও প্রতিষ্ঠিত হওয়ার জন্য বার্তা দেওয়া হয় পদযাত্রার মাধ্যমে। তিনি আহ্বান জানান এদিন শপথ নেওয়ার সমাজে কোন নারিকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত যাতে হতে না হয়। তিনি বলেন, নারী নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।