Site icon janatar kalam

নারীর সমান অংশগ্রহণ ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়: ওম বিরলা

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভা স্পিকার ওম বিরলা আজ আন্ধ্র প্রদেশের তিরুপতি শহরে দুই দিনব্যাপী জাতীয় “পার্লামেন্টারি ও লেজিসলেটিভ কমিটি অন এম্পাওয়ারমেন্ট অফ উইমেন” সম্মেলনের উদ্বোধন করেন। এই বিশেষ উপলক্ষে একটি প্রদর্শনী উদ্বোধন করেন তিনি এবং সম্মেলনের স্মারক পুস্তিকা প্রকাশ করেন। আরও বিস্তারিত জানতে আমাদের সংবাদদাতার রিপোর্ট পাঠানো হলো।

উদ্বোধনী বক্তব্যে লোকসভা স্পিকার ওম বিরলা জোর দিয়ে বলেন, দেশের অগ্রগতি কেবল নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করেই সম্ভব। তিনি বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নানা সুযোগ-সুবিধা তৈরি করেছে। পাশাপাশি স্পিকার উল্লেখ করেন, ইতোমধ্যে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে আইন প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে বিধানসভা ও সংসদে নারী অংশগ্রহণের জন্য ৩৩ শতাংশ সংরক্ষিত আসন নিশ্চিত করা হয়েছে।

ওম বিরলা আরও বলেন, সমাজের প্রত্যেক স্তরে নারী ও পুরুষের সমন্বিত অংশগ্রহণ ছাড়া সুশাসন, উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। এই সম্মেলনের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা প্রস্তুত করা হবে।

Exit mobile version