জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক নাবালিকা বলাৎকারের অভিযোগ উঠেছে আম বাসায়। সোমবার আমবাসা থানাধীন অন্নরাম পাড়ায় এক নাবালিকা মেয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। জানা যায় এই এলাকার থাংছি রাই ত্রিপুরা নামে এক ব্যক্তি নাবালিকা মেয়েকে বলাৎকার করেছে। অভিযুক্ত মঙ্গলবার রাতে ঘটনার পর পালিয়ে যায়। এদিকে এদিন রাতেই নাবালিকার পরিবার থেকে আমবাসা মহিলা থানায় মামলা করা হয়। অবশেষে আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেব্বর্মার সোর্স মারফৎ খবর আসে,অভিযুক্ত মনু থানাধীন মনু রেল স্টেশনএলাকায় তার নিকটবর্তী আত্মীয়ের বাড়িতে রয়েছে । যথারীতি আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেব্বর্মা এবং মহিলা থানার ওসি অপর্ণা দাস(চৌধুরী) মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করতে ছুটে যান। অভিযুক্ত থাংছি রাই ত্রিপুরাকে পুলিশ আটক করে আমবাসা থানায় নিয়ে আসে। অন্যদিকে নাবালিকা মেয়ের জবানবন্দি রেকর্ড হয় আদালতে। গোটা ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।