জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাবালিকা অপহরণ কান্ডে গ্রেফতার দুই সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক।পনেরো দিনের মধ্যে ফের কৈলাসহর মহিলা থানার অধীনে এক নাবালিকাকে অপহরণ করে পালিয়ে যাবার সময় পুলিশের হাতে ধরা পড়ে যায় অপহরণকারী সহ নাবালিকা। এই ঘটনা সামাজিক মাধ্যমে চাউর হতেই গোটা কৈলাসহর মহকুমায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অপহরণ-কারীদের তেসরা নভেম্বর শুক্রবার দুপুরে কৈলাসহরের আদালতে প্রেরণ করে মহিলা থানার পুলিশ। উল্লেখ্য, পনেরো দিনের মধ্যে অর্থাৎ গত একুশ অক্টোবর দূর্গা পুজোর সপ্তমীর রাতে কৈলাসহরের মহিলা থানার অধীনে পাইতুরবাজার এলাকা থেকে তেরো বছরের এক নাবালিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলো সংখ্যালঘু সম্প্রদায়ের দুই সন্তানের পিতা। পাশাপাশি এই ঘটনার পর দুসরা নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কৈলাসহর মহিলা থানার অধীনে ১৬বছরের এক নাবালিকাকে নিয়ে দুই অপরিচিত যুবক পালিয়ে যাচ্ছিল বলে নাবালিকার পিতা জানান। এই ঘটনা সম্পর্কে নাবালিকার পিতা জানান, তার১৬বছরের মেয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। মেয়েটি বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই অপরিচিত যুবক জোর করে হাত ধরে মুখ বন্ধ করে জোরপূর্বক গাড়িতে তোলে অপহরণ করে কৈলাসহর মহকুমা থেকে পালিয়ে যাচ্ছিল। কৈলাসহর মহকুমা থেকে উত্তর জেলার দিকে যাবার সময় চিনিবাগান গেইটে পুলিশ গাড়ী চেকিং করছিল। গাড়ি তল্লাশীর সময় নাবালিকা পুলিশকে বলে দেয় যে, এই দুই যুবক অপহরণ করে পালিয়ে যাচ্ছে। নাবালিকার কথা শোনার পর দুই যুবককে আটক করে মহিলা থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে নাবালিকার পিতা কৈলাসহর মহিলা থানায় দুই যুবকের নামে লিখিত অভিযোগ করে। পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে ধৃত দুই যুবক সিরাজুল ইসলাম ও মুয়াক্ষির আলীকে গ্রেফতার করে থানার গারদে ঢুকিয়ে দেয়। তবে, অভিযুক্ত মুয়াক্ষীর আলীর বয়স ছাব্বিশ হলেও অভিযুক্ত সিরাজুল ইসলাম ১৬বছরের নাবালক। পুলিশ দুই অভিযুক্ত সহ গাড়িটি বাজেয়াপ্ত করে আদালতে প্রেরণ করে।