Site icon janatar kalam

নাবালিকা অপহরণের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক যুবক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার দুপুরবেলা দুই নাবালিকা সহ এক যুবককে শ্রীনগর থানার হাতে তুলে দেয় কৈলাশহর থানার পুলিশ। জানা যায় আড়ালিয়া এলাকার বাসিন্দা টোটন মালাকার নামে এক নাবালিকার সাথে দীর্ঘদিন ধরে প্রণয় সম্পর্ক চলছে। তার জেরে বিগত তিনদিন পূর্বে টোটন মালাকার ওই যুবতীকে পালিয়ে নিয়ে আসে কৈলাশহর ডলুগাও এলাকায়।

শ্রীনগর থানায় ওই নাবালিকার পরিবার ওর বিরুদ্ধে একটি অপহরণের অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে। কৈলাশহর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ডলুগাও এলাকা থেকে ওই যুবক এবং দুই নাবালিকাকে গ্রেফতার করে কৈলাশহর থানায় নিয়ে আসে। জানা যায় পালিয়ে আসা ওই নাবালিকার সাথে এক বান্ধবী ও এসেছিল তাদেরকে সাহায্য করার জন্য।

এরপর কৈলাশহর থানার পুলিশ দুই নাবালিকাকে কৈলাশহর মহিলা থানায় হেফাজতে রাখে এবং যুবকটিকে কৈলাশহর থানার হেফাজতে রাখে। রবিবার দুপুরবেল দুই নাবালিকা সহ ওই যুবককে কৈলাশহর থানার পুলিশ শ্রীনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।

Exit mobile version