Site icon janatar kalam

নাগরিকদের স্বাস্থ্য সংশ্লিষ্ট পরিষেবা সুষ্ঠুভাবে প্রদান করার লক্ষ্যে কাউন্সিল অফিসগুলিকে একই ছাদের নীচে আনা হয়েছে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ বিদূরকর্তাস্থিত ডা. পি বি মেমোরিয়াল ভবনে হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করেন। এই ভবনে ৭টি কাউন্সিল অফিসকে একই ছাদের তলায় নিয়ে আসা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিলের রাজ্য শাখার সভাপতি ডা. এস এম আলি, সহ সভাপতি ডা. পার্থ রায় চৌধুরী, ডা. ভোলানাথ সাহা সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন কাউন্সিল অফিসগুলিকে আজ একই ছাদের নীচে নিয়ে আসা হয়েছে। আগে এই কাউন্সিল অফিসগুলি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অফিসে ছিল। যার ফলে বিভিন্ন রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীদের নানা সমস্যার সম্মুখীন হতে হত।

সর্বোপরী নাগরিকদের স্বাস্থ্য সংশ্লিষ্ট পরিষেবা সুষ্ঠুভাবে প্রদান করার লক্ষ্যে কাউন্সিল অফিসগুলিকে একই ছাদের নীচে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা প্রদানে নানা উদ্যোগ গ্রহণ করে কাজ করছে। স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকগণ আন্তরিকভাবে কাজ করছেন। চিকিৎসকরা যাতে তাদের কাজগুলি সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারেন সেই লক্ষ্যেই কাউন্সিল ভবনগুলিকে একই ছাদের তলায় আনা হয়েছে।

Exit mobile version