জনতার কলম ওয়েবডেস্ক :- মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ঘোষণা করেছেন, নাগপুরে একটি বিশ্বমানের কনভেনশন সেন্টার নির্মিত হবে, যেখানে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মহারাষ্ট্র সরকার ও স্পেনের শীর্ষস্থানীয় সংস্থা ফিরা বার্সেলোনা ইন্টারন্যাশনাল (Fira Barcelona International)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ফড়নবীস বলেন, কনভেনশন সেন্টারের অবস্থান এমন স্থানে হওয়া উচিত যেখানে প্রতিটি পরিবহন ব্যবস্থার মাধ্যমে সহজে সংযোগ স্থাপন করা যায়। তিনি জানান, এই কেন্দ্রটি শুধুমাত্র প্রদর্শনী ও বড় ইভেন্টের আয়োজনস্থল নয়, বরং নাগপুরের ঐতিহ্য ও ইতিহাসের প্রতিফলন ঘটাবে এমন একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে। ফড়নবীস জোর দিয়ে বলেন, এই প্রকল্পটি আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি এবং পরিবেশবান্ধব নির্মাণের নিদর্শন হিসেবে দাঁড়াবে।
স্পেনের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত হুয়ান আন্তোনিও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। তিনি ভারতের আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহারকে প্রশংসা করেন, যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে।
রাষ্ট্রদূত আরও বলেন, “মুম্বই এখন দক্ষিণ এশিয়ার শক্তিকেন্দ্র হিসেবে দ্রুত উঠে আসছে, এবং স্পেন মহারাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।”
অনুষ্ঠানে ফিরা বার্সেলোনার সিইও রিকার্ড জাপাতেরো, রাজ্যের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও নাগপুর জেলার কালেক্টর বিপিন ইতানকর উপস্থিত ছিলেন।