Site icon janatar kalam

নয়া শ্রমকোডের বিরুদ্ধে উত্তাল শহর, রাস্তায় সিআইটিইউ-এর বিক্ষোভ

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- নয়া শ্রমকোডকে “দানবীয় শ্রমকোড” আখ্যা দিয়ে শুক্রবার রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে সরব হলো সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (CITU)। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সংগঠনের কর্মী–সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।

মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি নিয়ে তীব্র আক্রমণ শানান সিআইটিইউ-এর রাজ্য কমিটির সভাপতি মানিক দে। তাঁর অভিযোগ, নতুন শ্রম আইন সম্পূর্ণভাবে শ্রমিকস্বার্থবিরোধী এবং শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করতেই কেন্দ্র এই আইনি পরিবর্তন এনেছে। তিনি জানান, গত ২১ নভেম্বর কেন্দ্র নয়া শ্রমকোড কার্যকর করেছে, যা আসলে কর্পোরেটদের স্বার্থরক্ষার উদ্দেশ্যেই প্রণীত। এই আইনের আওতার বাইরে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ পড়ে যাবে বলে দাবি করেন তিনি। বেকার, কৃষক এবং প্রবীণ নাগরিকদের স্বার্থও এতে উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ।

মানিক দে আরও বলেন, কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে কেন্দ্র ২৯টি শ্রম আইন বাতিল করে তার বদলে শ্রমবিরোধী চারটি শ্রমকোড প্রয়োগ করেছে। এর ফলে ৮ ঘণ্টার নির্ধারিত কর্মঘণ্টা বাড়িয়ে ১২ ঘণ্টা পর্যন্ত বাধ্যতামূলক করার সুযোগ তৈরি হয়েছে। শুধু তাই নয়, পিএফ, গ্র্যাচুইটি সহ সামাজিক সুরক্ষার নানা সুবিধা ব্যাপক অনিশ্চয়তার মুখে পড়েছে।

তিনি সতর্ক করেন, দ্রুত এই শ্রমকোড প্রত্যাহার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে শ্রমিক সমাজ।

Exit mobile version