Site icon janatar kalam

নয়াদিল্লিতে শুরু জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অংশীদার দেশগুলির সম্মেলন

জনতার কলম ওয়েবডেস্ক :- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণকারী দেশগুলির প্রধানদের সম্মেলন (UNTCC Conclave) আজ নয়াদিল্লিতে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই উচ্চপর্যায়ের সম্মেলনের আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। সম্মেলনে অংশগ্রহণকারীরা শান্তিরক্ষা অভিযানের চ্যালেঞ্জ, নতুন ধরনের হুমকি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমে সমন্বয়ের নানা দিক নিয়ে আলোচনা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, বর্তমান বিশ্বে শান্তিরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে উন্নত প্রযুক্তির ব্যবহার, দ্রুত মোতায়েনের সক্ষমতা বৃদ্ধি এবং সদস্য দেশগুলির মধ্যে আন্তঃকার্যক্ষমতা (interoperability) জোরদার করা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি, সহযোগিতামূলক প্রশিক্ষণ এবং সম্পদের নবীন ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদে বৈশ্বিক শান্তিরক্ষা মিশনকে টেকসই করে তুলবে বলেও তিনি উল্লেখ করেন।

জেনারেল দ্বিবেদী জানান, ভারত এতদিনে জাতিসংঘের মোট ৭১টি শান্তিরক্ষা মিশনের মধ্যে ৫১টিতে প্রায় তিন লক্ষ সেনা ও কর্মকর্তাকে পাঠিয়েছে। তিনি বলেন, এই সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ভারতের ভূমিকা শুধু গৌরবের নয়, বরং এটি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যৌথ অঙ্গীকারের প্রতীক।

এই সম্মেলনে ৩২টি দেশের সেনা প্রধান ও প্রতিনিধি অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে রয়েছে ভুটান, বুরুন্ডি, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স, ঘানা, কাজাখস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, পোল্যান্ড, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা, উরুগুয়ে এবং ভিয়েতনাম। এছাড়া বাংলাদেশ, ব্রাজিল, ইতালি, নেপাল, কেনিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মাদাগাস্কার থেকেও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন।

Exit mobile version