Site icon janatar kalam

নভেম্বর থেকে জম্মু ও কাটরা স্টেশন থেকে পুনরায় চালু হবে দূরপাল্লার ট্রেন পরিষেবা

জনতার কলম ওয়েবডেস্ক :- আগস্ট মাসের ভারী বৃষ্টিপাতের পর ধীরে ধীরে রেল পরিষেবা স্বাভাবিক করার অংশ হিসেবে নভেম্বর মাস থেকে ষষ্ঠ পর্যায়ে জম্মু ও কাটরা স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন চলাচল পুনরায় শুরু হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চারটি দীর্ঘপথের ট্রেন পুনরায় চালু করা হবে। এর মধ্যে—

১ নভেম্বর থেকে চলবে ট্রেন নম্বর ১৪৬১০ (শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা–যোগনগরী ঋষিকেশ),

২ নভেম্বর থেকে ট্রেন নম্বর ১৯৮০৪ (শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা–কোটা),

৩ নভেম্বর থেকে ট্রেন নম্বর ১৯০২৮ (জম্মু তাওয়ি–বাঁদ্রা টার্মিনাস), এবং

৫ নভেম্বর থেকে ট্রেন নম্বর ১৫৬৫৬ (শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা–কমাখ্যা) চলাচল শুরু করবে।

 

রেলপথের নিরাপত্তা ও পরিকাঠামোর ধারাবাহিকতা নিশ্চিত করার পরই এই পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জম্মু বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার উচিত সিংহল জানিয়েছেন, গত দুই মাসে পাঁচ দফায় ট্রেন পরিষেবা পুনরায় শুরু করা হয়েছে, আর এই চারটি ট্রেন চালুর মাধ্যমে ষষ্ঠ ধাপের পুনরায় স্বাভাবিকীকরণ সম্পন্ন হবে।

Exit mobile version