জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির । গোটা মন্দিরের চারদিকের দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে ফুলের তোড়ায় । কেননা নবরাত্রি উপলক্ষে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রতিবছর বহির রাজ্যের পুণ্যার্থীদের ভিড় পরিলক্ষিত হয় । এ বছরও পুণ্যার্থীদের আগমন ঘটবে বলে আগে থেকেই মন্দিরকে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় বিধায়ক অভিষেক দেব । সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দেব জানান , দীপাবলির আগে আবার ফুলের তোরায় সাজিয়ে আলোকসজ্জায় রাঙিয়ে তোলা হবে গোটা ত্রিপুরেশ্বরী মন্দির ও মন্দির চত্বর । এবছরের বিশেষত্ব হচ্ছে স্থানীয় শিল্পীদের প্রাধান্য দিয়ে প্রতিদিন আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান । শুক্রবার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শনে যান বিধায়ক অভিষেক দেব । মন্দিরের সৌন্দর্যায়নে যা যা করণীয় সমস্ত কিছু করার নির্দেশ দেন স্থানীয় মন্দির কমিটির সদস্যদের । পূজোর দিনগুলিতে এবং নবরাত্রিতে পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেককে । পরিকল্পনা থাকলেও প্রসাদ প্রকল্পে মন্দির চত্বরের কাজ নতুন করে শুরু হওয়ায় অনেক কিছুই এবছর করা যাবে না বলে জানিয়েছেন বিধায়ক ।