Site icon janatar kalam

নদীভাঙন রোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন এলাকায় নদীর ভাঙন রোধে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগ অব্যাহতভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ বিধানসভায় একাধিক প্রশ্নের লিখিত জবাবে তিনি বিষয়টি তুলে ধরেন।

📌 প্রতাপগড় বিধানসভা কেন্দ্র

মুখ্যমন্ত্রী জানান, প্রতাপগড়ের ভাঙন প্রবণ এলাকাগুলোতে সিমেন্ট কংক্রিট ব্লক ও বোল্ডার স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে পঞ্চবটি বাজার সংলগ্ন প্রজাপতি ব্রহ্মকুমারী আশ্রমের কাছে ১২৫ মিটার, কাঁটাশেওলার শ্যামসুন্দর পাড়ায় ২০০ মিটার, বঙ্গেশ্বর নদীর জগন্নাথ আশ্রম সংলগ্ন স্থানে ৫০ মিটার এবং ঋষিদাস পাড়ায় ৭৫ মিটার নদীপাড় বাঁধানো সম্পন্ন হয়েছে। চলতি অর্থবছরে আরও ৩০০ মিটার নদীপাড় বাঁধানোর কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

 

📌 শান্তিরবাজার বিধানসভা কেন্দ্র

বিধায়ক প্রমোদ রিয়াংয়ের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, শান্তিরবাজার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ৮ নম্বর জাতীয় সড়ক থেকে সুমন দেবনাথের বাড়ি পর্যন্ত ১১০ মিটার এলাকায় বোল্ডার বসানোর কাজ চলছে। এছাড়া লাউগাঙ নদীর বিভিন্ন ভাঙন প্রবণ এলাকায় মোট ১৮টি প্রকল্পের এস্টিমেট তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হলে কাজ শুরু হবে।

 

📌 মুহুরীপুর ও অন্যান্য এলাকা

বিধায়ক অশোক চন্দ্র মিত্রের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, মুহুরী নদীর বন্যা থেকে মুহুরীপুরকে রক্ষা করতে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে আমজাদনগর ও উত্তর সোনাইছড়ির রায় পাড়ার ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য এস্টিমেট প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হলে ধাপে ধাপে কাজ সম্পন্ন হবে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, নদীভাঙন রোধ ও বন্যা প্রতিরোধে রাজ্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প হাতে নিচ্ছে এবং স্থানীয় চাহিদা অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

Exit mobile version