নতুন কমিটি গঠিত হল ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটির
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নতুন কমিটি গঠিত হল ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটির। রবিবার আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটির পঞ্চম রাজ্য সম্মেলন হয়। দুটি পর্বে এই সম্মেলন হয়। উপস্থিত ছিলেন প্রথম পর্যায়ে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিশিষ্ট সাংবাদিক শানিত দেবরায়, ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রনব সরকার, জয়ন্ত ভট্টাচার্য, ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক সহ অন্যান্যরা।
সম্মেলনের উদ্বোধনের পর প্রথমেই সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল। সম্পাদকীয় প্রতিবেদন পেশের পর সম্মেলনে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন বর্তমান সরকার মিডিয়া বান্ধব। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। নৈতিকতা ও মূল্যবোধ সংবাদ মাধ্যমের অন্যতম বৈশিষ্ট্য। সাংবাদিকরা হচ্ছেন সমাজ ব্যবস্থার দর্পণ। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। সংবাদ মাধ্যমের দায়িত্ব সব চাইতে বেশী।
এদিন সম্মেলনের দ্বিতীয় পর্বে বিভিন্ন জেলা ও মহকুমা স্তর থেকে আগত প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেছে। সম্মেলনের শেষ পর্যায়ে ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটির পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রনব সরকার, সম্পাদক নির্বাচিত হয়েছে সৌরজিৎ পাল।