Site icon janatar kalam

নতুন এজেন্সির হাতে নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হবে রাজধানীর এম বি টিলা বাজার শেডের : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গুণমান নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করতে পারার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নির্মাণকারী ঠিকেদারের বিরুদ্ধে। তাই নতুন ভাবে দরপত্র আহ্বান করে নতুন এজেন্সির হাতে নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হবে রাজধানীর এম বি টিলা বাজার শেডের। এমবিটিলা বাজারে বাজার শেডের নির্মাণ কাজ দেওয়া হয়েছিল এক ঠিকেদারকে।

অভিযোগ শুরুতেই নির্মাণ কাজের গুণমান নিয়ে স্থানীয় ব্যবসায়ী সহ কর্পোরেটরা অভিযোগ করেন। সেই সময় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে নির্মাণ কাজ পরিদর্শন করে আসেন। এর মধ্যে নির্মাণ কাজও বন্ধ হয়ে রয়েছে। জানা গেছে ঠিকেদার অসুস্থ হয়ে রাজ্যের বাইরে রয়েছেন।এই অবস্থায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়নি। প্রায় এক বছরের বেশি সময় অতিক্রান্ত।

শুক্রবার বন্ধ থাকা নির্মাণ স্থল পরিদর্শনে যান পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর অলক রায়, সমাজসেবী সঞ্জয় সাহা সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা। পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান সময়ের কাজ সময়ে গুণমান বজায় রেখে শেষ না হওয়ায় নতুন করে দরপত্র আহ্বান করা হবে। কাজের বরাত পাবে নতুন এজেন্সি। চেষ্টা থাকবে দ্রুত কাজটি শেষ করার। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর হাত ধরে বাজার শেড নির্মাণ কাজের শিলা ন্যাস হয়েছিল।

 

 

Exit mobile version