Site icon janatar kalam

ধলেশ্বরের এলাকার বাসিন্দা সুদীপ ঘোষের বাড়িতে চুরির ঘটনায় জড়িত দুই চোরকে আটক করলো পুলিশ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি রাজধানীর ধলেশ্বরের ২ নম্বর রোড এলাকার বাসিন্দা সুদীপ ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ হাতে পেয়ে একটি টিম গঠন করে চুরির ঘটনার তদন্তে নামে পূর্ব থানার পুলিশ। তদন্ত চলাকালীন সময়েই গোপন সংবাদের ভিত্তিতে সাগর দেবনাথ এবং রাজু চাকমা নামে দুই চোরকে জালে তোলে পুলিশ।

পরে পুলিশ তাদের কাছ থেকে সুদীপ ঘোষের বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়। ধৃতদের মধ্যে রাজু চাকমার বাড়ি পেচারথল এবং সাগর দেবনাথের বাড়ি রাজধানীর দুর্গা চৌমুহনীর ময়লাখলা এলাকায়। শনিবার পূর্ব আগরতলা থানায় এই সংবাদ জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায়।

তিনি জানান ,ধৃতদের শনিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সুপর্দ করা হবে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি । ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের সাথে যুক্ত গোটা চক্রটিকে জালে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে পূর্ব থানার পুলিশ।

 

 

Exit mobile version