Site icon janatar kalam

ধর্মেন্দ্রর মৃত্যুতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীর শোক প্রকাশ

জনতার কলম ওয়েবডেস্ক :- বলিউডের কিংবদন্তি অভিনেতা ও পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত ধর্মেন্দ্রর মৃত্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, বর্ষীয়ান এই অভিনেতা ও সাবেক সাংসদের প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, দশকব্যাপী বর্ণাঢ্য ক্যারিয়ারে ধর্মেন্দ্র অসংখ্য স্মরণীয় অভিনয় উপহার দিয়েছেন। ভারতীয় সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে তাঁর রেখে যাওয়া উত্তরাধিকার আগামী প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে।

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন তাঁর শোকবার্তায় বলেছেন, কোটি ভক্তের হৃদয়ের অমূল্য সম্পদ ধর্মেন্দ্র তাঁর অসাধারণ অভিনয়শৈলী ও শিল্পের প্রতি অটল নিষ্ঠায় ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তিনি আরও জানান, চলচ্চিত্রজগতের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে ধর্মেন্দ্রর রেখে যাওয়া উত্তরাধিকার যুগ যুগ ধরে শিল্পীদের অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ধর্মেন্দ্রর প্রয়াণ ভারতীয় সিনেমায় এক যুগের অবসান ঘটাল। তিনি ছিলেন এক আইকনিক ব্যক্তিত্ব—অভিনয়ে ছিলেন অনন্য, প্রতিটি চরিত্রকে নিজের মাধুর্য ও গভীরতায় জীবন্ত করে তুলেছিলেন। বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় অসংখ্য মানুষের হৃদয়ে ছাপ ফেলেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

মোদি আরও বলেন, পর্দার মানুষ হিসেবে যেমন তিনি জনপ্রিয় ছিলেন, তেমনি তাঁর সরলতা, বিনয় ও সৌম্য ব্যক্তিত্ব তাঁকে আরও প্রিয় করে তুলেছিল। ধর্মেন্দ্রর পরিবার, বন্ধু ও অগণিত ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version