জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ধর্মনগরে গভীর রাতে জেলা কংগ্রেস কার্যালয়ে আগুন লাগানোর চেষ্টাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অজ্ঞাত দুষ্কৃতীরা শতবর্ষী ওই ভবনে আগুন ধরানোর চেষ্টা করে বলে অভিযোগ। তবে ধর্মনগর ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতির কারণে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
বুধবার সকালে কংগ্রেস কর্মীরা অফিসে গিয়ে দেখতে পান—পুড়ে যাওয়া জাতীয় পতাকা, ভাঙা চেয়ার–টেবিল এবং ভবনের ভিতরে আগুন লাগানোর একাধিক চিহ্ন। তাঁদের অভিযোগ, ভবনের বাইরে রাখা কংগ্রেসের বেশ কয়েকটি পতাকাও পুড়িয়ে দেওয়া হয়েছে।
জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী সরাসরি বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি বলেন, “এটি ঘৃণ্য রাজনৈতিক প্রতিহিংসার ফল। যতই অপচেষ্টা চালানো হোক, কংগ্রেস কর্মীরা পিছিয়ে যাবে না। প্রয়োজন হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে কংগ্রেস কর্মীরা জেলা অফিসের সামনে রাস্তা অবরোধ করেন। এরপর শহর জুড়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে দলীয় নেতৃত্ব ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানায়।
ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বাড়ছে জেলায়।

