Site icon janatar kalam

ধর্মনগরে তৃণমূলের শক্তিবৃদ্ধি, বিজেপি-সিপিআইএম থেকে ৩৫ জন কর্মীর যোগদান

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ধর্মনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিজেপি ও সিপিআইএম দল থেকে মোট ৩৫ জন সক্রিয় সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু সাহা। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তিনি বলেন, “ত্রিপুরার মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাই আজ তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করছে। যারা আজ যোগ দিলেন, তারা আগামী দিনে গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের মাধ্যমে ধর্মনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও মজবুত হবে এবং রাজ্যের রাজনৈতিক ভারসাম্যে নতুন গতি আসবে।

 

 

 

Exit mobile version