জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ধর্মনগরের রাজবাড়ি এলাকার ভি-মার্ট শপিং মলকে ঘিরে ফের উঠল গুরুতর অভিযোগ। মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে সরগরম স্থানীয় মহল। শুক্রবার এক সচেতন গ্রাহক ভি-মার্ট থেকে খেজুর কিনে বাড়ি গিয়ে প্যাকেট খুলতেই দেখতে পান পণ্যটি সম্পূর্ণ নষ্ট। সন্দেহবশত প্যাকেটটি পরীক্ষা করে তিনি চমকে ওঠেন— খেজুরটি বহু আগেই মেয়াদোত্তীর্ণ।
ঘটনার পর তিনি দ্রুত ভি-মার্টে ফিরে গিয়ে সংশ্লিষ্ট সেকশনে থাকা অন্যান্য প্যাকেটও পরীক্ষা করেন। তাঁর অভিযোগ, বেশিরভাগ প্যাকেটই মেয়াদোত্তীর্ণ; মাত্র কয়েকটি ছাড়া বাকি সব পণ্যই ব্যবহারযোগ্য নয়। শুধু খেজুর নয়, শপিং মলের বিভিন্ন সেকশনেও এ ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত ছিল বলে দাবি করেন তিনি। এর জেরে দোকানের কর্মীদের সঙ্গে তর্ক-বিতর্কও তৈরি হয়।
অভিযোগকারীর বক্তব্য— “এত বড় ব্র্যান্ডের দোকানে যদি এমন অবহেলা থাকে, তবে সাধারণ মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য এটি বিপজ্জনক।” স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্র্যান্ডের পরিচয় বজায় রাখতে ভি-মার্টকে আরও দায়িত্ববান হতে হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে খবর লেখা পর্যন্ত ভি-মার্ট কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। সচেতন গ্রাহকদের প্রতি আবেদন— যেকোনো খাদ্যপণ্য কেনার আগে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ অবশ্যই যাচাই করে নেওয়া উচিত।

