জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে হলেও দু একটি কেন্দ্রে ঘটেছে বিক্ষিপ্ত ঘটনা। সংঘর্ষে আহত ৬ জনকে পাঠানো হয়েছে জিবি হাসপাতালে। সকাল থেকে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও উত্তপ্ত পরিস্থিতিতে সংঘর্ষ ঘটে ২৩ ধনপুর চার নাম্বার বুথ মোহনভোগ আনন্দপুরে। ঘটনায় আহত ১১ জন বিজেপি কর্মী | অভিযোগের তীর উঠছে সিপিআইএমের দিকে। সংবাদে প্রকাশ, ২৩ ধনপুর চার ৪ নাম্বার বুথ এলাকার আনন্দপুর স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রে দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে ।সিপিআইএম কর্মীদের আক্রমণে আহত হয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পড়ে থাকে। সেখান থেকে মেলাঘর ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে, মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে উত্তম দেববর্মা, লিটন মিয়া, রুজিত দেববর্মা ও নিতাই দেববর্মা এবং পরবর্তীকালে আরও দুজন সহ মোট ছজনকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার খবর পেয়ে মেলাবর হাসপাতালে ছুটে আসেন 23 ধনপুর বিজেপির মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ, সোনামুড়া মন্ডল সম্পাদক বিশ্বজিৎ দাস মাইনরিটি মোর্চচার নেতা জসীমউদ্দীন, সহ আরো অন্যান্য বিজেপির কার্যকর্তারা।
তবে এই ঘটনায় কোনও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুখ খুলেনি। কেউ কেউ বলছে ভোট লুট নিয়ে এই , রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। ঘটনায় সরকারিভাবে কিছু জানা যায়নি।