জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজারে নিত্যপ্রয়োজনীয় আলু পেঁয়াজের দাম বৃদ্ধির খবর পেয়ে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে সোমবার অভিযান চালায় খাদ্য দপ্তরের আধিকারিকরা এবং বাজারে আসন্ন এক ক্রেতার কাছ থেকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রমাণ পায় আধিকারিকরা তারপর সেই ক্রেতাকে জিজ্ঞেস করা হলে সে কোথায় থেকে এবং কত দিয়ে আলু ক্রয় করেছে সেই ক্রেতা জানায় সে নাকি ৩০ টাকা কেজি করে আলু ক্রয় করেছে যেখানে আলুর মূল্য বাজারে ২৮ টাকা কিলো, তারপর আধিকারিকরা সেই অভিযুক্ত দোকানদারকে আলুর মূল্য বৃদ্ধি সম্পর্কে জিজ্ঞেস করলে সেও জানায় সে নাকি অন্য আরেকটি দোকান থেকে ২৯ টাকা কিলো করে আলু ক্রয় করেছে এবং তারপর “চুরে চুরে যে মাসতুতো ভাই” তার স্বচক্ষে প্রমাণ দেখলো আধিকারিকরা। কেননা অপর সেই দোকানদারকে জিজ্ঞেস করা হলে সে জানিয়েছে সে ২৮ টাকা কিলো করে আলু বিক্রয় করেছে তা বলতেই ঝামেলা শুরু হয় মহারাজগঞ্জ বাজারে দুই আলু বিক্রেতার মধ্যে এবং তারপর ঝগড়ার সীমানা পাড় হওয়ার পূর্বে দপ্তরের আধিকারিকরা দুটি দোকানে সিল মেরে দোকান বন্ধ করে দেয় এবং এই দুই আলু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা।