জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় এিপুরা স্পোর্টস স্কুলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় দিয়ে লিগ শেষ করল পুলিশ রিক্রিয়েশন ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত লিগের ২৫ তম ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পুলিশ রিক্রিয়েশন ক্লাব ও এিপুরা স্পোর্টস স্কুল। এদিনের ম্যাচে স্পোর্টস স্কুলকে পরাজিত করার ফলে লিগে ৭ ম্যাচে ৩ ম্যাচে জয়ী, ১ টি ম্যাচ ড্র ও ৩ টি ম্যাচ পরাজিত হয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে। লিগে নিজেদের শেষ ম্যাচে স্পোর্টস স্কুলের বিরুদ্ধে পুলিশ রিক্রিয়েশন ক্লাবের হয়ে গোল ৩ টি করে খেলার ২১,৪৪ ও ৬৫ মিনিটে যথাক্রমে জগৎ দেববর্মা,সুজিত শীল ও অমিত দেববর্মা। ম্যাচ শেষে জয়ী দলের কোচ সন্দীপ দাস জানান লিগের শেষ ম্যাচে দল ভালো ফুটবল উপহার দিয়েছে। রাখাল শিল্ড নক আউট প্রতিযোগিতার জন্য দলকে অনুশীলনে আরো বেশি করে মনোযোগ দিতে হবে।