Site icon janatar kalam

“দোনো ম্যাচই আমাদের, ইনশাআল্লাহ”: হ্যারিস রাউফের ভারতকে চ্যালেঞ্জ

Cricket - ICC Cricket World Cup 2023 - England v Pakistan - Eden Gardens, Kolkata, India - November 11, 2023 Pakistan's Haris Rauf in action REUTERS/Andrew Boyers/File photo

জনতার কলম ওয়েবডেস্ক :- আগামী এশিয়া কাপে ভারত-উভয় দেশের উত্তেজনা আরও বাড়াচ্ছে পাকিস্তানের পেসার হ্যারিস রাউফের সাড়া জাগানো দাবি। তিনি সম্প্রতি একটি ভিডিওতে জানিয়েছেন, উভয় ম্যাচই পাকিস্তানের হবে। রাউফ ভিডিওতে বলছেন, “দুটাই ম্যাচ আমাদের, ইনশাআল্লাহ।”

৮ দলের এশিয়া কাপ টি২০ টুর্নামেন্ট ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে, আবুধাবি ও দুবাইতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, ওমান এবং ইউএই দলের সঙ্গে। পাকিস্তান প্রথম ম্যাচে ১২ সেপ্টেম্বর দুবাইয়ে ওমানের সঙ্গে মুখোমুখি হবে এবং ১৪ সেপ্টেম্বর প্রতিদ্বন্দ্বী ভারতকে চ্যালেঞ্জ জানাবে।

পাকিস্তানের ত্রি-সিরিজ ও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা হয়েছে; সেলমান আলী আঘা নেতৃত্ব দিচ্ছেন। উল্লেখযোগ্য যে, পাকিস্তানের প্রধান ব্যাটসম্যান বাবর আজম এবং উইকেটকিপার-মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান উভয় সিরিজের জন্য দলে নেই।

দলের পেস আক্রমণ পরিচালনা করবেন শাহীনে শাহ আফ্রিদি, হ্যারিস রাউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং সালমান মিরজা। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন আবরার আহমেদ, সঙ্গে থাকছেন মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মকিম ও খুশদিল শাহ।

পাকিস্তান স্কোয়াড:

সেলমান আলী আঘা (ক্যাপ্টেন), আবরার আহমেদ, ফাহিম আসরাফ, ফখর জামান, হ্যারিস রাউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হ্যারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আযুব, সালমান মিরজা, শাহীনে শাহ আফ্রিদি এবং সুফিয়ান মকিম।

এই ঘটনার প্রেক্ষিতে ভারত-পাকিস্তান ফ্যানদের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই চরমে পৌঁছেছে, এবং ১৪ সেপ্টেম্বরের ম্যাচকে ভক্তরা মনে রাখবেন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বৈরথ হিসেবে।

Exit mobile version