Site icon janatar kalam

করোনায় সংক্রমিত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

জনতার কলম প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কোভিড রিপোর্ট পজিটিভ হতেই হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি শিল্পী। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি ৷ করোনা রিপোর্ট মৃদু উপসর্গ হলেও বয়সজনিত কারণে কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। সুরসম্রাজ্ঞীর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও হাসপাতালের তরফে কিছুই জানান হয়নি, তবে সংবাদ মাধ্যমকে শিল্পীর এক নিকট আত্মীয় জানিয়েছেন করোনার মৃদু উপসর্গ রয়েছে লতা মঙ্গেশকরের। তবে বয়সের কথা বিচার করে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে আইসিইউতে ভর্তি স্থানান্তরিত করেছেন চিকিত্সকরা। তাছাড়া এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তাঁর শরীরে। এরপর গোটা করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলেছিলেন তারকা। কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।

Exit mobile version