জনতার কলম প্রতিনিধিঃ- বিশ্বব্যাপী বিস্ফোরক হারে যেভাবে ছড়াচ্ছে ওমিক্রন। তাতে সতর্কবার্তা ভারতীয় বিশেষজ্ঞদের।তাঁদের একাংশের অনুমান, ফেব্রুয়ারিতে ভারতে করোনার তৃতীয় তরঙ্গ দেখা যেতে পারে। তবে এর সঙ্গে আশার বাণীও শুনিয়েছেন বিশেষজ্ঞরা। এই থার্ড ওয়েভ যদি আসে, তাহলে তা, এক মাসের মধ্যে হ্রাস পাবে। আইআইটি হায়দরাবাদের এম বিদ্যাসাগর ন্যাশনাল কোভিড-১৯ সুপারমডেল কমিটির প্রধান বলেছেন, ভারতে ওমিক্রনের তৃতীয় তরঙ্গ থাকবে তবে এটি দ্বিতীয় তরঙ্গের চেয়ে হালকা হবে। ট্র্যাজেক্টোরি ট্র্যাক করে এমন সূত্রের মডেল অনুসারে, ওমিক্রন প্রভাবশালী বৈকল্পিক হিসাবে ডেল্টাকে স্থানচ্যুত করতে শুরু করলে দৈনিক কেসলোড বাড়বে বলে আশা করা হচ্ছে। দেশের Covid-19 গ্রাফ অনুসরণ করলে সূত্রা মডেল অনুসারে দেখা যাবে, দেশে ওমিক্রন বাড়ছে ও অন্যদিকে কমছে ভয়ংকর ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট। সূত্রা মডেলটি আইআইটি হায়দ্রাবাদের অধ্যাপক এম বিদ্যাসাগর এবং আইআইটি কানপুরের অধ্যাপক মনিন্দা আগরওয়াল তৈরি করেন। ন্যাশনাল কোভিড-১৯ সুপারমডেল কমিটির সদস্যরা বছরের প্রথম দিকে ভারতে কোভি্ডের তৃতীয় তরঙ্গের পূর্বাভাস দিয়েছেন। তাঁদের ধারণা, ওমিক্রন ডেল্টাকে সরিয়ে জায়গা নেবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ ওমিক্রনের বাড়বাড়ন্ত দেখা যেতে পারে স্বল্প সময়ের জন্যই বলে জানিয়েছেন।