Site icon janatar kalam

রাষ্ট্রপতিকে এইমস হাসপাতালে রেফার করল সেনা হাসপাতাল

জনতার কলম ,ত্রিপুরা,নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তাঁকে দিল্লি এইমস (AIIMS) হাসপাতালে রেফার করল সেনা হাসপাতাল। সেনা হাসপাতাল থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, রাষ্ট্রপতির অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে আরও কিছু পরীক্ষা করতে হবে। এমন অবস্থায় তাকে এইমস-এ রেফার করা হয়েছে। তিনি কয়েকদিন আগেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তারপরেই তার এই অসুস্থতার খবর নিয়ে তৈরি হয়েছে জল্পনা। বুকে ব্যাথা নিয়ে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়, এদিন সকালে রাষ্ট্রপতি বুকে ব্যথা অনুভব করছিলেন। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধাপে-ধাপে হাসপাতালে রুটিন কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করানো হবে রাষ্ট্রপতির। এদিন সকালে রুটিন কিছু পরীক্ষা করাতেই হাসপাতালে গিয়েছিলেন রাষ্ট্রপতি। হাসপাতালেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাঁকে ভর্তি রেখে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়।রাষ্ট্রপতির মেডিক্যাল বুলেটিনে বলা হয়, ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতির অসুস্থতা নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। এদিকে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অসুস্থতার খবরে নানা মহলে উদ্বেগ তৈরি হয়। দেশের তাবড় রাজনীতিবিদরা রাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। টুইটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্রুত আরোগ্য কামনা করে অনেকে নানা মন্তব্য লিখেছেন।গতকালই রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে বলেছে যে তিনি রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। রাষ্ট্রপতির ছেলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নিতে সেনা হাসপাতালে যান। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। রুটিন চেকআপ এবং কিছু শারীরিক সমস্যার কারণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কয়েকদিন আগেই করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। করোনা টিকার প্রথম ডোজটি নেওয়ার পরেই তাঁর বুকে ব্যথা অনুভব হওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।

Exit mobile version