জনতার কলম ,ত্রিপুরা,নিজস্ব প্রতিনিধি : করোনার বছর পূর্তিতে ফের উদ্বেগ বাড়িয়ে দেশে হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও৷ গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ছুঁয়েছে ৬২,২৫৮। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। এছাড়াও গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯১ জনের।শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যানুযায়ী শনিবার পর্যন্ত সারা দেশে করোনা সংক্রমণের গন্ডি পেরিয়েছে ৬০ হাজারের উপরে। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,১৯,০৮,৯১০। এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১,৬১,২৪০ জনের। তবে গত ২৪ ঘন্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘন্টায় দেশে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ছুঁয়েছে ৪,৫২,৬৪৭ টি। সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,১২,৯৫,৬৩৭ জন এবং এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন ৫,৮১,৯, ৭৭৩ জন।