Site icon janatar kalam

বিদেশে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার

জনতার কলম,ওয়েবডেস্ক,নয়াদিল্লি:- উৎসবের মরশুমে ঘোর বিপাকে আমজনতা পেঁয়াজের দাম লগামছাড়া হয়েগেছে বিভিন্ন রাজ্যে। পেঁয়াজের দাম কোথাও-কোথাও ১০০-১১০ টাকা প্রতি কেজি। কোথাও আবার ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের দামে লাগাম পরাতে এবার তৎপরতা নিল কেন্দ্রীয় সরকার। পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার।করোনার জেরে এমনিতেই দেশের একটি বড় অংশের মানুষ আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারমধ্যে মধ্যবৃত্তের ঘরে পেঁয়াজের দামের ঝাঁজে চোখে জল লেমে এসেছে। করোনা পরিস্থিতির জেরে ছোটো-খাটো বহু ব্যবসাই লাটে উঠেছে,কারও চাকরি নেই, কারও চাকরি থাকলেও পুরো বেতন জুটছে না। সব মিলিয়ে দেশের একটি বড় অংশের মানুষের রুজি-রোজগারের সংস্থানই ভীষণভাবে অনিশ্চিত হয়ে পড়েছে।এই আবহেই চলছে উৎসবের মরশুম। ইতিমধ্যেই সেঞ্চুরি হাাঁকিয়েছে পেঁয়াজ। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দেশের অভ্যন্তরে পেঁয়াজের চাহিদা অনুযায়ী জোগান বজায় রাখতে বিদেশে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার।

Exit mobile version