Site icon janatar kalam

আবারো উত্তরপ্রদেশে, ধর্ষণের শিকার ১৪ বছরের এক নাবালিকা

জনতার কলম ওয়েব ডেস্ক :-যোগীরাজ্যের বুলান্দশহরে এক ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিশ বৃহস্পতিবার সকালে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ছাত্রীর পা ও স্পাইনাল কর্ড ভাঙা অবস্থায় পাওয়া যায়। এইভাবে অজ্ঞান অবস্থায় তাঁকে রিক্সায় তুলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়।বুধবার রাতে সিনিয়র পুলিশ সুপার সন্তোষ কুমার সিংহ জানান, পুলিশের কাছে নির্যাতিতা কিশোরীর বাবা অভিযোগ করেছে, মঙ্গলবার রাতে তাঁদেরই এক ২০ বছরের প্রতিবেশী যুবক তাঁর ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করেছে।

Exit mobile version