জনতার কলম,ওয়েবডেস্ক ,নয়াদিল্লী :- দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস পালনের মধ্য দিয়ে দেশবাসীর প্রতি বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান লক্ষ্য অখণ্ড ভারত তৈরি করা। ভারতের প্রতিটি কোনায় যাতে সমানভাবে যোগাযোগ তৈরি করা যায় সেদিকে নজর সরকারের। আর তাই স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের প্রতিটি গ্রামকে ডিজিটাল কানেক্টিভিটির আওতায় আনার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন একগুচ্ছ ঘোষণার মধ্যে এমন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০০০ দিনের মধ্যে প্রতি সেকেন্ডে ১০ জিবি ডেটা ট্রান্সফার করা সম্ভব অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্কে যুক্ত হতে চলেছে দেশের প্রতিটি গ্রামে বলে জানিয়েছেন তিনি। তাছাড়া প্রতিটি পরিষেবায় মোদী সরকার অনলাইন এবং ডিজিটাল মাধ্যমকে বেশি জায়গা দিয়েছে। কেননা গ্রামীণ ভারতের অংশগ্রহণ ‘ডিজিটাল ইণ্ডিয়া’র স্বপ্নপূরণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।