Site icon janatar kalam

১০০ শতাংশ কর্মী নিয়ে জুলাই মাসেই শুরু করবে কাজ এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি : বুধবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থার তরফে জানানো হয়েছে ২০শে জুলাই থেকে পুরোদমে কাজ শুরু করে দিচ্ছে এয়ার ইন্ডিয়া তাঁদের সব অফিস খুলে দেওয়া হবে। করোনা পরিস্থিতির জন্য নির্দিষ্ট কোনও রুটিন তৈরি করা হয়নি বলে খবর। কর্মীদের আগেকার সাধারণ রুটিনেই অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কিছু ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের ছাড় দেওয়া হবে। এর মধ্যে শারীরিক ভাবে অসুস্থ কোনও কর্মী, গর্ভবতী মহিলা কর্মী, কনটেনমেন্ট জোনে থাকা কর্মীদের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের ছাড় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ।তবে ২০শে জুলাই থেকে যাঁরা অফিসে আসতে পারবেন না, তাঁদের লিভ কাটা হবে, নয়তো অনুপস্থিত বিচার করা হবে। তাছাড়া কনটেনমেন্ট জোনে যে সব কর্মী থাকেন, তাদের আগে থেকে অফিসে জানাতে হবে। সেক্ষেত্রে সরকারি নথি জমা দিয়ে এলাকার বাসিন্দা হওয়ার প্রমাণ পত্র দিতে হবে। অন্যদিকে, অফিস খোলার পর নির্দিষ্ট সময় পর পর কনটেনমেন্ট জোনের সাম্প্রতিক অবস্থা জানাতে হবে।

Exit mobile version