জনতার কলম,ওয়েব ডেস্ক, লাদাখ: শুক্রবার সকালে লাদাখে পৌঁছেছেন রাজনাথ সিং। প্যাংগং লেকের কাছে প্যারা কমান্ডোরা এই শক্তি প্রদর্শনে অংশ নিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রীর সামনে নিজেদের শক্তি প্রদর্শন করে প্যারা কমান্ডো বাহিনী। সেখান থেকে মাত্র ২ কিলোমিটার দূরে মোতায়েন ছিল চিনা বাহিনী। উল্লেখ্য, এই এলাকাতেই মুখোমুখি হয়েছিল চিন ও ভারতীয় সেনারা। আর তারপর থেকেই ক্রমশ বাড়ছিল লাদাখ সীমান্তে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তাপ। যুদ্ধের জন্য গ্যালভান ভ্যালি, লেক ও দৌলত বেগ ওল্ডির মতো উঁচু পর্বত এলাকায় প্যারা কমান্ডো বাহিনীকে নিয়োগ করা হয়েছিল। সেই বাহিনীই আজ রাজনাথ সিং-এর সামনে শক্তি প্রদর্শন করে। রাজনাথ সিং-এর সামনে প্যারা কমান্ডো বাহিনী মূলত দেখিয়েছে, কীভাবে তাঁরা বিপজ্জনক সামরিক অভিযান চালাতে সক্ষম।তবে সূত্রের খবর অনুযায়ী চিন কিছুটা সেনা সরালেও পূর্ব লাদাখে ফিঙ্গার এলাকা থেকে সম্পূর্ণ ভাবে সেনা সরাতে নারাজ রয়েছে চিন। তবে এই দাবিতে অনড় নয়াদিল্লিও। তাই এই মুহূর্তে চিনা সেনার গতি প্রকৃতি বুঝে এখনই সেনা সরাতে চাইছে না কেন্দ্র।