জনতার কলম ওয়েবডেস্ক :- লক্ষ্যপূরণ কেন্দ্রের! দিল্লির মাটিতে ২ হাজার ৩৭৮ কোটি মূল্যের ১.৪৪ লাখ কিলোগ্রাম মাদক ধ্বংস করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মাদক ধ্বংস করা হল বলে জানালেন তিনি। সেই সঙ্গে মাদক নিয়ে তরুণদের মধ্যে সচেতনতার বৃদ্ধির আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার রাজধানীতে ‘মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা’ বিষয়ক আঞ্চলিক সম্মেলনের সভাপতিত্ব করছিলেন তিনি। সেখানে প্রচুর পরিমাণ মাদক ধ্বংস করার জন্য রাজ্যগুলি এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কে ধন্যবাদ জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের অনুরূপ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।