জনতার কলম ওয়েবডেস্ক :- প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার নির্ধারিত সময়সীমা শেষ হতে চলেছে আজ অর্থাত্ শুক্রবার। রাত ১২টা পর্যন্ত আধার এবং প্যান কার্ড লিঙ্ক করাতে পারবেন। এখন লিঙ্ক করাতে গেলে গ্রাহককে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। কিন্তু এরপর পরবর্তীকালে লিঙ্ক করাতে গেলে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। ৩০ জুনের মধ্যে লিঙ্ক না করালে আয়কর আইনের ২৭২বি ধারা অনুযায়ী ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে। প্যান কার্ড বাতিল পর্যন্ত করা হতে পারে।