জনতার কলম ওয়েবডেস্ক :- পাক অধিকৃত কাশ্মীর ভারতের একটি অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সোমবার জম্মুতে একটি সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও জানিয়েছেন যে, পাকিস্তান সরকার বার বার পাক অধিকৃত কাশ্মীরের দাবি জানিয়েও কিছু করে উঠতে পারবে না। রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন যে, পাক অধিকৃত কাশ্মীরকে যদি জোর করে নিজেদের দখলে নেয় পাকিস্তান, তাহলেও PoK (পাক অধিকৃত কাশ্মীর) পাকিস্তানের হয়ে যাবে না।