Site icon janatar kalam

গভীর রাতে ফোন পাকিস্তানের নম্বর থেকে, উড়িয়ে দেওয়ার হুমকি তাজ হোটেলকে,

জনতার কলম, মুম্বই : পাকিস্তানের নিশানায় রয়েছে কোলাবার তাজ মহল প্যালেস হোটেল নতুন করে হামলার ছক কষছে পাকিস্তান। এমনই তথ্য দিলেন গোয়েন্দারা। গোপন সূত্রে পাওয়া খবর জানাচ্ছে ফের হামলা হতে পারে দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ে। মঙ্গলবার রাতেই এই হুমকি ফোন আসে। নিজেকে লস্কর এ তইবার জঙ্গি বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি ফোন করে এই দুটি বিলাসবহুল হোটেল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। হুমকির ফোনটি এসেছিল পাকিস্তান থেকে। জানাচ্ছেন তদন্তকারী অফিসাররা। প্রথম ফোনটি আসে রাত ১২.৩০ মিনিটে। তাজ মহল প্যালেস হোটেলের কর্মীরা সেই ফোন ধরেন। একটি পাকিস্তানি নম্বর থেকে এই ফোন করা হয়। কলার নিজেকে লস্করের সক্রিয় সদস্য বলে পরিচয় দেয়।পুলিশ জানায় বারবার সে ২০০৮ সালের নভেম্বর মাসের হামলার কথা উল্লেখ করে। যেভাবে তখন বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেই কথা জানাতে থাকে সে।

Exit mobile version