Site icon janatar kalam

চিরঘুমের দেশে মহাভারতের “শকুনি মামা”

জনতার কলম ওয়েবডেস্ক :- বহুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গুফি। গত ৩১ মে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি ভরতি করা হয়েছিল হাসপাতালে। তবে শেষরক্ষা আর হল না। চিরঘুমের দেশে মহাভারতের ‘শকুনি মামা’। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯।অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, ‘ভীষণ দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার বাবা গুফি পেন্টাল আজ সকালে প্রয়াত হয়েছেন।’ ভাইপো হিতেন পেন্টাল সংবাদমাধ্যমকে জানান, সোমবার সকাল ৯টা নাগাদ উনি আমাদের ছেড়ে চলে যান।আটের দশকে মূলত অভিনেতা হিসেবে জীবন শুরু করেন গুফি। বেশ কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে মহাভারত ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে যান। ঘরে ঘরে পরিচিত হয়ে যান গুফি পেন্টাল। এর পরে নানা চরিত্রে দেখা গেলেও, শকুনি মামা হিসেবেই তাঁকে চিনতে পারতেন দর্শকরা।

Exit mobile version