জনতার কলম ওয়েবডেস্ক :- ফের একবার কাশ্মীর বড় সাফল্য পেল ভারতীয় সেনা। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় তিন-চার জন জঙ্গিকে আটক করে ভারতীয় সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ। এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও জানিয়েছেন, ‘ইতিমধ্যে একাধিক জঙ্গিকে আটক করা হয়েছে এবং একটি আইইডি এবং নারকো সহ কিছু অস্ত্র, যুদ্ধের মতো সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।এদিকে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারের সময়ে এক ভারতীয় সেনা আহত হয়েছে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’