Site icon janatar kalam

করোনা চিকিৎসায় চিনকে টেক্কা ভারতের, দেশের বৃহত্তম করোনা হাসপাতাল চলতি সপ্তাহে চালু

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে ভারতের বৃহত্তম কোভিড হাসপাতাল, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই চালু হয়ে যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণ দিল্লির এই করোনা হাসপাতালটি পুরোদমে চালু হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। এখন চলছে শেষ মুহূর্তের কাজ । এই হাসপাতালে ১০,০০০-এরও বেশি করোনার রোগীর চিকিৎসা সম্ভব বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। দক্ষিণ দিল্লির চ্ছত্তরপুরের রাধাস্বামী সত্সঙ্গ বিয়াস কমপ্লেক্সে এই হাসাপাতাল তৈরি হয়েছে। এর আগে চিনের লিসেনশনে করোনা চিকিৎসার জন্য সাময়িকভাবে বৃহত্তম কোভিড হাসপাতাল তৈরি করা হয়। একসঙ্গে সেখানে ১ হাজার রোগীর চিকিৎসা করা সম্ভব হত।কেন্দ্রীয় সরকারের দাবি, প্রায় ১৫টি ফুটবল মাঠের চেয়েও আয়তনে বড় এই করোনা হাসপাতাল। সেই জায়গায় ভারতের এই হাসপাতাল আকারে প্রায় দশ গুণ বড়। এই হাসপাতালটি তৈরির জন্য সবরকমভাবে সাহায্য করতে দিল্লির সরকারকে নির্দেশ দিয়েছিলেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল।সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার নামের এই করোনা হাসপাতাল পুরোদমে চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এটিই দেশের মধ্যে বৃহত্তম কোভিড হাসপাতাল।

Exit mobile version