জনতার কলম ওয়েবডেস্ক :- ওবিসি সম্প্রদায়ের উন্নয়নে বড় ঘোষণা করল যোগী সরকার। রাজ্যের ওবিসি সম্প্রদায়ের মেয়েদের বিয়ের খরচ বহন করবে রাজ্য সরকার। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নারী কল্যাণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।শুধু ওবিসি সম্প্রদায় নয় পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের খরচও দেবে যোগী সরকার।এমনই ঘোষণা করা হয়েছে। তার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে যোগী সরকার। রাজ্যের নারী কল্যাণে এবং উন্নয়নে কোনও খামতি রাখতে চান না তিনি। নারী শিক্ষার পাশাপাশি তাঁদের সামাজিক উন্নয়নেও জোর দিচ্ছে যোগী সরকার।