জনতার কলম ওয়েবডেস্ক :- ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিনি জাপারোভা সোমবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছেন। জাপারোভা আজ থেকে চার দিনের ভারত সফর শুরু করতে চলেছেন। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর তিনিই প্রথম ইউক্রেনীয় কর্মকর্তা যিনি ভারত সফর করেন।বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সফরকালে জাপারোভা বিদেশ মন্ত্রকের সচিব সঞ্জয় ভার্মার সঙ্গে বৈঠক করবেন, যেখানে উভয় পক্ষদ্বিপাক্ষিক সম্পর্ক এবং ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।