Site icon janatar kalam

LPG সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি মিলবে

জনতার কলম ওয়েবডেস্ক :- জনতার কলম ওয়েবডেস্ক :-প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) এর সুবিধাভোগীদের জন্য কেন্দ্র সরকার দারুণ খবর দিয়েছে। শুক্রবার কেন্দ্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) অধীনে LPG সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি এক বছরের জন্য বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এই উদ্যোগে দেশের ৯.৬ কোটি পরিবার উপকৃত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি PMUY-এর সুবিধাভোগীদের প্রতি এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার অনুমোদন দিয়েছে।বছরে ১৪.২ কেজির ১২টি এলপিজি সিলিন্ডারের জন্য এই ভর্তুকি দেওয়া হবে। ১ মার্চ, ২০২৩ পর্যন্ত, PMUY-এর অধীনে ৯.৫৯ জন সুবিধাভোগী ছিলেন। মন্ত্রী বলেছিলেন যে, এর জন্য ২০২২-২৩ সালে ৬,১০০ কোটি টাকা এবং ২০২৩-২৪ সালে ৭,৬৮০ কোটি টাকা খরচ হবে।

Exit mobile version