Site icon janatar kalam

পরপর ভূমিকম্প মিজোরামে, মিজোরামের মুখ্যমন্ত্রীকে সাহায্যের আশ্বাস দিলেন মোদী

নয়াদিল্লি: রবিবারের পর আবার সোমবার ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম। রবিবার অসমের গুয়াহাটি সহ একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। রবিবার বিকেল ৪টে ১৫ মিনিটে এই কম্পন হয়েছে। বৃহস্পতিবার থেকে তিনবার ভূমিকম্প হয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরামে।রিখটার স্কেলে যার তীব্রতা ৫.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, মিজোরামের ছাম্পাই জেলা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এই কম্পনের উৎসস্থল। প্রতিবেশি রাজ্য মেঘালয়, মণিপুর এবং মিজোরামেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। বারবাড় ভূমিকম্পে বাড়ছে আতঙ্ক। এই অবস্থায় মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন এক টুইট বার্তার মাধ্যমে।

Exit mobile version