জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২ বছরের হাজতবাস প্রসঙ্গে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ শুক্রবার তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘ওবিসি সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে সুরাটের একটি আদালত।কিন্তু রাহুল এবং কংগ্রেস দল এখনও তাদের অহংকারের কারণে ক্রমাগত তাদের বক্তব্যে অটল রয়েছে এবং ক্রমাগত ওবিসি সমাজের অনুভূতিতে আঘাত করছে। সমগ্র ওবিসি সম্প্রদায় গণতান্ত্রিকভাবে রাহুলের এই অপমানের প্রতিশোধ নেবে। রাহুল গান্ধীর অহংকার অনেক বড় এবং কিন্তু বুদ্ধি অনেক কম। নিজের রাজনৈতিক লাভের জন্য তিনি সমগ্র ওবিসি সম্প্রদায়কে অপমান করেছেন। রাহুল এই সম্প্রদায়কে চোর বলে ডাকে।’