Site icon janatar kalam

‘আমার ধর্ম সত্য : রাহুল

জানতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
সত্যের পথে থেকে সরে আসবেন না তিনি। আজ , বৃহস্পতিবার সুরাত আদালত অপরাধমূলক মানহানি মামলায় দু’বছরের সাজা শোনানোর পর একথা জানালেন রাহুল গান্ধি। গুজরাতের সুরাত জেলা আদালতের রায় ঘোষণার পরে রাহুল টুইটারে মহাত্মা গান্ধির মন্তব্য উদ্ধৃত করে পোস্ট করেন। লেখেন, ‘আমার ধর্ম সত্য এবং অহিংসার উপরে প্রতিষ্ঠিত।সত্য আমার ইশ্বর, অহিংসা তা পাওয়ার মাধ্যম- মহাত্মা গান্ধি।’ যদিও পরবর্তীতে জামিন পান তিনি।

Exit mobile version